Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় অপহরণের ৪ বছরেও সন্ধান মেলেনি বৃদ্ধা ঘুন্নির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৯:২৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৯:২৬

অপহৃত বৃদ্ধা ঘুন্নি খাতুন

বগুড়া: জমিসংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জেরে অপহৃত হয়েছিলেন মোছা. ঘুন্নি খাতুন (৭৫)। দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও পুলিশ এখনো তাকে খুঁজে পাচ্ছে না। ঘুন্নি খাতুনের পরিবার তাকে ফিরে পাওয়ার আশায় বুক বেধে আছেন। বৃদ্ধা বয়সে তাকে হারানোর যন্ত্রনায় কাতর পুরো পরিবার।

বৃদ্ধা ঘুন্নি খাতুন ধুনট উপজেলার আনারপুর দহপাড়ার মৃতঃ মোজাম প্রামানিক এর স্ত্রী।

জানা যায়, ২০২২ সালের ৫ জুন রাত ২টার দিকে তাকে অপহরণ করা হয়। ওই রাতে ধুনট উপজেলার আনারপুর দহপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে অপহরণকারীরা ঘরের দরজা কেটে ঘুন্নি খাতুনের ঘরে প্রবেশ করেন। এরপর বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে অপহরণ করে। এসময় পরিবারের লোকজন বাধা দিলে তাদেরকে মারপিট করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় তারা। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। এই বৃদ্ধার সন্ধান না পেয়ে পরিবারটির কান্না কিছুতেই থামছে না।

বিজ্ঞাপন

ঘুন্নি খাতুনের পরিবার বলেছেন, পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিকট বার বার ঘুরেও কোনো হদিস মিলছে না। তাদের স্বজনকে ফিরে পেতে সব ধরনের চেষ্টাই তারা করেছেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে খুঁজে পায়, তাহলে পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ঘটনার পর পরিবারের লোকজন ধুনট থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মামলাটি সিআইডিতে নেওয়া হয়। বর্তমানে এটি সিআইডি পুলিশের সদস্যরা তদন্ত করছেন।

বগুড়া সিআইডি পুলিশের এসআই মো. সোহেল রানা জানান, মামলাটি জেলা সিআইডি তদন্ত করছে। পুলিশ তাদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর