সিলেট: সিলেট মহানগরীর শিবগঞ্জের একটি বাসায় ট্রাকভর্তি বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল তিনটার দিকে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের হক ভিলা নামক একটি বাসার ভেতরে ট্রাকভর্তি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। ১২ কেজি ওজনের ১৩০টি সিলিন্ডার যেভাবে রাখা হয়েছে তা বিধিসম্মত নয়।
তাছাড়া এখন বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফার চেষ্টা চালাচ্ছেন একদল অসৎ ব্যবসায়ী। এই সিলিন্ডারগুলোর মালিকপক্ষ নগরীর বন্দরবাজারের মাখন মিয়া চুলা ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, এর বাইরেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাখন চুলাঘরকে এই ১৩০টি সিলিন্ডার প্রচলিত বাজার দরে বিক্রি করে সেগুলোর সেলস রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টে ক্রেতা বা গ্রাহকের মোবাইল নম্বরও থাকতে হবে। অন্যতায় আরও কঠোর আইনি পদক্ষেপের ঘোষণাও দেন তিনি।
এর আগে, সিলেটে অধিক দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে আরেকটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মেসার্স কামাল এন্টারপ্রাইজ নামের একটি দোকানকে এ দণ্ড দেয়। দোকানটিতে ১ হাজার ৩০০ টাকার এলপিজি সিলিন্ডার বেশি দামে বিক্রি করা হচ্ছিল।