পিরোজপুর: পিরোজপুরে স্ট্যাম্পে লিখিত দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলতে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয়।
বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্প পেপারে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ ত্যাগের ঘোষণা দেন।
মো. আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার মো. আ. হান্নান খানের ছেলে।
অঙ্গীকারনামায় আতিকুর রহমান খান হৃদয় উল্লেখ করেন, ২০১৬-১৭ সালে তাকে জোরপূর্বকভাবে বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। তিনি ২০১৯-২০ সাল পর্যন্ত নামমাত্রভাবে ওই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর থেকে তিনি ছাত্রলীগের কোনো কার্যক্রমে অংশ নেননি কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন না।
তিনি আরও জানান, বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়ে দলটির আদর্শে বিশ্বাস রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চান।
এ বিষয়ে আতিকুর রহমান খান হৃদয়ের বাবা হান্নান খান বলেন, ‘আমার ছেলে কখনোই ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল না। তবুও প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের লোকজন আমাদের বাড়িতে এসে আমার ছেলেকে খোঁজে, যা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার ছেলে কোনো মামলার আসামি নয়, কোনো আওয়ামী লীগ নেতাও নয়। আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী একটি পরিবার।’
তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে আমার ছেলে সম্পূর্ণভাবে বিএনপিতে যোগ দিয়ে দলটির পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।’