নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রুবেল উদ্দিন (২৪) ও হামদ উল্লাহ গ্রামের আকবর হোসেনের ছেলে মামুন উদ্দিন (২৪)।
এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার ক্ষিরোদিয়া বলির ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জব্দ করা আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।