কুষ্টিয়া: দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে অন্তত ২ থেকে ৩ টাকা। সরু চালের জন্য খ্যাত এই মোকামে চালের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। নতুন বছরের শুরুতেই চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।
চালের মোকামে দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। বর্তমানে বাঁশমতি চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯৪ টাকা, যা আগে ছিল ৯২ টাকা। মিনিকেট চালের দাম বেড়ে ৭৪ টাকা থেকে দাঁড়িয়েছে ৭৭ টাকায়। কাজললতা চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকায়, যা আগে ছিল ৬৬ টাকা। আঠাশ চালের দাম বেড়ে হয়েছে কেজিপ্রতি ৫৪ টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে ৫২ টাকায়, যা আগে ছিল ৫০ টাকা।
খুচরা বিক্রেতারা জানান, চালের দাম কেন বেড়েছে সে বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। মোকামে দাম বাড়ায় বাধ্য হয়েই বাড়তি দামে চাল বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা।
অন্যদিকে চালকল মালিকরা বলছেন, ধানের দাম বেড়ে যাওয়ায় চালের উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে মোকামে চালের দাম বাড়ানো ছাড়া তাদের বিকল্প নেই।
জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান বলেন, ‘ধান কিনতে আগের চেয়ে বেশি টাকা গুনতে হচ্ছে, যার প্রভাব চালের দামের ওপর পড়েছে।’
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি ও নজরদারি জোরদার করা হয়েছে। প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
গত কয়েক মাস ধরে কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের দাম তুলনামূলক স্থিতিশীল ছিল। বাজারে তেমন কোনো অস্থিরতা না থাকায় স্বস্তিতে ছিলেন ভোক্তারাও। তবে বছরের শুরুতেই হঠাৎ করে সব ধরনের চালের দাম বাড়তে শুরু করে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। সেইসঙ্গে দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।