Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৬:৫৬

প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় মরিয়ম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টম গলির বাসিন্দা সুমনের বাড়ির পাশে শিশু গাছের ডালে ঝুলে থাকা এক নারীকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে থানা থেকে পিবিআইকে খবর দেওয়া হয়। তারা ওই নারীর মরদেহ উদ্ধার করে।

কেএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘সুরতহাল শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাতে ১১ দলের জরুরি সংবাদ সম্মেলন
১৫ জানুয়ারি ২০২৬ ১৬:৩৬

আরো

সম্পর্কিত খবর