বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে এবং গণভোটে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দিবেন ২৪ হাজার ৫৬৯জন ভোটার। এই পোস্টাল ভোটে প্রবাসী ছাড়াও নিবন্ধনের সুযোগ পেয়েছেন দেশের মধ্যে যারা নির্বাচনি কাজে ব্যস্ত থাকবেন, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটার-এই তিন ধরণের ভোটাররা।
জানা যায়, জেলায় ২৪ হাজার ৫৬৯জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৪৮৮ জন ও মহিলা ভোটার ৪ হাজার ৮১ জন নিবন্ধন করেছেন। পোস্টাল ভোট দিতে নিবন্ধনের সময়সীমা ছিল গত ৫ জানুয়ারি পর্যন্ত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ভোট দিতে মোট ৩ হাজার ৮১৭ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৩৫৪ জন ও মহিলা ভোটার ৪৬৩ জন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট ২ হাজার ৮১৬ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৪৭৫ জন ও মহিলা ভোটার ৩৪১ জন।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসনে মোট ৩ হাজার ৮১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ১৭৫ জন ও মহিলা ভোটার ৬৪২ জন।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ২ হাজার ৫২৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৪৬ জন ও মহিলা ভোটার ৪৮১ জন।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মোট ৩ হাজার ১৭৯ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৫৫৩ জন ও মহিলা ভোটার ৬২৬ জন।
বগুড়া-৬ (সদর) আসনে মোট ৩ হাজার ৭৪৫ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৮২ জন ও মহিলা ভোটার ৮৩৬ জন।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোট ৪ হাজার ৬৩৫ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯৭৪ জন ও মহিলা ভোটার ৬৬১ জন।
বগুড়া জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন শিউলী জানান, মোট তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোট বিডি অ্যাপ’র মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন। যারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন তাদের কাছে আগামী ২১ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। তারা ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তাদের ভোট পাঠাবেন। এক্ষেত্রে তাদের কোনো খরচ লাগবে না।