Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ২০:১৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ২০:১৬

নীলফামারী: জেলার কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ঘটনায় বাবা ও ছেলে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের যৌথ অভিযানে ওই ২ জনকে ঢাকার সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কিশোরগঞ্জ থানায় তাদেরকে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, গাড়াগ্রাম জুম্মাপাড়া তেলীপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে এরশাদ আলী (৪৫) ও তার ছেলে সজিব (২২)।

আরো পড়ুন: নীলফামারীতে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ক্যাম্পের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ৯ জানুয়ারি দুপুরে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় তেলিপাড়া গ্রামে বসবাসরত দেলোয়ারা ওরফে দুলালী বেগমকে (৬০) গলা কেটে হত্যা করা হয়। পরের দিন এ ঘটনায় নিহতের ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিরা চতুরতার সঙ্গে আত্মগোপনে ছিল। আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরবর্তীতে বুধবার সন্ধ্যায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার, ঢাকা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকার সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বৃদ্ধাকে গলা কেটে হত্যা মামলার তারা প্রধান সন্দেহভাজন ব্যক্তি। গ্রেফতাররা পিতা-পুত্র। বৃহস্পতিবার তাদের কিশোরগঞ্জ থানায় আনা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর