Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুমিল্লার লক্ষাধিক ভোটার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ২০:৪২

কুমিল্লা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ১১ হাজার ৫৫০ জন ভোটার।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, এসব ভোটারের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন স্থানে কর্মরত সরকারি-বেসরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা।

আসনভিত্তিক তথ্য অনুযায়ী, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে পোস্টাল ভোটার ৮ হাজার ৫৯৯ জন, এর মধ্যে পুরুষ ৭ হাজার ৬৯৯ এবং নারী ৯০০ জন।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে নিবন্ধন করেছেন ৭ হাজার ২৯০ জন, যার মধ্যে পুরুষ ৬ হাজার ৬৪৫ ও নারী ৬৪৫ জন।

বিজ্ঞাপন

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে পোস্টাল ভোটার ৯ হাজার ৪৯৮ জন, পুরুষ ৮ হাজার ৯০৭ ও নারী ৫৯১ জন।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মোট ১০ হাজার ১০৫ জন, যার মধ্যে পুরুষ ৯ হাজার ৩৮৯ ও নারী ৭১৬ জন।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে নিবন্ধিত ভোটার ১২ হাজার ৩৩০ জন—এর মধ্যে পুরুষ ১১ হাজার ৩০০ এবং নারী ১ হাজার ৩০ জন।

কুমিল্লা-৬ (আদর্শ সদর-সিটি করপোরেশন-সদর দক্ষিণ) আসনে পোস্টাল ভোটার ১১ হাজার ৯১৬ জন, পুরুষ ১০ হাজার ৫৫১ ও নারী ১ হাজার ৩৬৫ জন।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নিবন্ধিত হয়েছেন ৫ হাজার ৭২২ জন, যার মধ্যে পুরুষ ৫ হাজার ৩৯১ ও নারী ৩৩১ জন। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে পোস্টাল ভোটার ৮ হাজার ৪৪৮ জন।

এছাড়া কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ হাজার ১৬৩ জন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে ১৩ হাজার ৯৩৮ জন এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মোট ১২ হাজার ৫৪১ জন পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীকসংবলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের পৃথক ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠাতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৪টায়, রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের অ্যাজেন্টদের উপস্থিতিতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর