চাঁপাইনবাবগঞ্জ: শিক্ষা, ঐতিহ্য ও আধুনিক উন্নয়নের সমন্বয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে আদিনা ফজলুল হক সরকারি কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষ্যে আয়োজিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কলেজটি এই গৌরবময় স্বীকৃতি অর্জন করে। গত ১২ জানুয়ারি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফলাফলে কলেজটিকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে ঘোষণা করা হয়।
১৯৩৮ সালে তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের শিবগঞ্জ থানার দাদনচক গ্রামে কলেজটির প্রতিষ্ঠা। বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইদ্রিশ আহমদ মিঞার ঐকান্তিক উদ্যোগ ও প্রচেষ্টায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠান বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাচীনতম কলেজ হিসেবে পরিচিত। দীর্ঘ শিক্ষাযাত্রায় অসংখ্য আলোকিত মানুষ তৈরির গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
১৯৮৬ সালের ২৬ জুলাই কলেজটি জাতীয়করণ করা হয়, যা এর শিক্ষা কার্যক্রমে নতুন গতি ও পরিসর যোগ করে। জাতীয়করণের পর থেকে কলেজটি জেলার উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে কলেজটিতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে—৬ তলা আধুনিক অ্যাকাডেমিক ভবন, ৫ তলা ছাত্রী হোস্টেল ও ৫ তলা ছাত্র হোস্টেল।
এছাড়া নতুন প্রধান গেট, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, ফুলের বাগান সৃষ্টি, শহিদ মিনারের বাউন্ডারি নির্মাণসহ কলেজের সৌন্দর্যবর্ধন ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে পাঠদান, সহপাঠ্যক্রমিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও কলেজটির সাফল্য প্রশংসিত হচ্ছে।
জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম নির্বাচক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই অর্জন কলেজের সার্বিক অগ্রগতির স্বীকৃতি। শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ এই সাফল্য।”
তিনি আরও জানান, এই স্বীকৃতি ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমের মান আরও উন্নত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের নতুন করে অনুপ্রাণিত করবে।