Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ২১:৪৩

টাঙ্গাইলে দোয়া মাহফিল

টাঙ্গাইল: টাঙ্গাইলে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলার মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এ সময় তিনি বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া লড়াই করেছেন। তার এই চলে যাওয়া শুন্যস্থান পূরণ হবার নয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন।’ এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ারও আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি মুক্তিযোদ্ধাদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। স্বাধীনতাবিরোধী শক্তি যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সাদেক আহমেদ খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল খালেক মন্ডল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর