Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ২

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ২৩:৪৮

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও দেশীয় ৩টি অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেল ৪টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবুর বাজার এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

বগুড়া ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন-শাহজাহানপুর উপজেলার খরনা ওমর দিঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) ও শাকপালা গ্রামের জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার (৩৮)।

জানা যায়, গ্রেপ্তার রায়হান আলী রানা ও ফিরোজ পোদ্দার উপজেলার বাবুর বাজার এলাকায় খোকন মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৩টি চাপাতি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর