Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ভোটার সচেতনতায় মতবিনিময় সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১০:৫৯

বগুড়া: বগুড়ায় ভোটার সচেতনতায় লাইট হাউজ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় শহরের জহুরুল নগর লাইট হাউজ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

লাইট হাউজের সভাপতি হাবিবা বেগমের সভাপতিত্বে ও নির্বাহী প্রধান মো. হারুন অর রশীদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান।

এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মো. শাহজালাল, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. ফজলুল করিম রাজু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম পল্টু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শাহজাদী লায়লা, কাহালু উপজেলা মহিলা দলের সভাপতি কবিতা আরজু, বগুড়া পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, তহুরুননেছা মহিলা সংসদের সাধারণ সম্পাদিকা মাহমুদা হাকিম, লাইট হাউজের জেন্ডার কমপ্লাইন্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন, পিইউপি’র প্রধান সমন্বয়কারী আবু হাসনাত, পেসড এর নির্বাহী পরিচালক রুমানা ইয়াসমিনসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, ভোট শুধু একটি নাগরিক অধিকার নয়। বরং গণতন্ত্রের প্রতি একটি নৈতিক দায়িত্ব। গনভোটের বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক প্রচার চালাতে হবে। প্রথমবারের ভোটার, নারী ভোটার ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ সহজ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত তৎপরতা অব্যাহত রাখতে হবে।

সভায় গণভোট বিষয়ে প্রচারণা বৃদ্ধি ও নারী, যুব এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভূক্তিমূলক ভোটর সচেতনতা বৃদ্ধির জন্য এনজিওসহ সুশীল সমাজের প্রতিনিধিদের আহ্বান জানানো হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা
১৬ জানুয়ারি ২০২৬ ১০:১৯

আরো

সম্পর্কিত খবর