Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে অবৈধ পুকুর খনন, ৫টি ভেকুর ব্যাটারি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৬:৪১

অবৈধ খননকালে ভেকুর ব্যাটারি জব্দ

নাটোর: সিংড়ায় অবৈধ পুকুর খনন বন্ধে রাতভর উপজেলা প্রশাসনের অভিযানে ৫টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার লোটাবাড়িয়া শেরকোল, বুনকুড়ি ও কলম হরিনা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি করে আসছিল কিছু অসাধু মাটি ব্যবসায়ী। মাঝেমধ্যে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও ভেকুর ব্যাটারি জব্দ করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘এ উপজেলায় কোনো অবৈধ পুকুর খনন করতে দেওয়া হবে না। তার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রাতেও অভিযান করে ৫টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
১৬ জানুয়ারি ২০২৬ ১৬:১১

আরো

সম্পর্কিত খবর