বগুড়া: শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নিজ গ্রামে এলাকাবাসীর সাথে মত বিনিময় করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, ৮ নং ওয়ার্ড আমির মাহবুবুর রহমান রানা, সেক্রেটারি শরিফুল ইসলাম সোহেল, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, আব্দুল হাদি শফিক, মাওলানা আজাহার আলী, শ্রমিক নেতা আলিফ মাহমুদ।
মতবিনিময়কালে শহর আমির মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালন করতে হবে।