Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধার স্বতন্ত্র প্রার্থীকে ‘ডিম খাইয়ে অজ্ঞান’, রংপুরে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ২২:৫২

স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান অজ্ঞান অবস্থায় রংপুরে উদ্ধার।

রংপুর: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমানকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় নগরীর ব্যস্ততম মডার্ণ মোড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছেন, যাত্রাপথে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ে তাকে ডিম খাইয়ে অজ্ঞান করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকায় ফেরার পথে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। মনোনয়ন বাতিলের আপিল শুনানির পর তার প্রার্থিতা ফিরে পেয়ে তিনি গাইবান্ধার উদ্দেশে কুড়িগ্রামগামী একটি বাসে চড়েন। সিরাজগঞ্জের কাছাকাছি স্থানে এক পূর্ব পরিচিত ব্যক্তি তার সঙ্গে উঠে তাকে ডিম খাওয়ানোর পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় বাসিন্দাদের খবরে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মডার্ন মোড় এলাকায় রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা আজিজার রহমানকে উদ্ধার করা হয়। তাকে থানায় নিয়ে এসে জ্ঞান ফিরিয়ে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ‘সাধারণ জিজ্ঞাসাবাদে তিনি যা বলেছেন, তাতে অপহরণ বা প্রতারণার ইঙ্গিত মিলছে। যেহেতু তার নিখোঁজ হওয়ার বিষয়ে গাইবান্ধার সাদুল্লাপুর থানায় একটি জিডি নথিভুক্ত ছিল, তাই প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানার কাছে তাকে হস্তান্তর করা হবে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রার্থীর বক্তব্য অনুযায়ী, তাকে ইচ্ছাকৃতভাবে ডিম খাইয়ে অজ্ঞান করে একটি নির্দিষ্ট স্থানে নামিয়ে দেওয়া হয়েছে। পুলিশ এই দাবি তদন্ত করছে এবং ঘটনার সঠিক কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখছে।

তবে আজিজার রহমানের দাবি, বিশেষত নির্বাচনি মৌসুমে একজন প্রার্থীর সাথে এই ধরনের ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে সন্দেহ করছেন তিনি।

গাইবান্ধা-৩ আসনটি ঐতিহাসিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আজিজার রহমান স্বতন্ত্র প্রার্থী হলেও স্থানীয় রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি রয়েছে। নির্বাচন কমিশনে মনোনয়ন জমা, বাতিল এবং পুনরুদ্ধার নিয়ে তার আইনি লড়াইও সাংবাদিকদের নজরে ছিল। এই ঘটনা তার নির্বাচনি প্রচারাভিযানকে ব্যাহত করতে পারে বলে মনে করছেন গাইবান্ধার পর্যবেক্ষকরা।

পুলিশ বলছে, আজিজার রহমানের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং বিস্তারিত তথ্যের জন্য তার পরিবার ও সংশ্লিষ্ট এলাকার থানার সাথে যোগাযোগ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর