কুমিল্লা: রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিন সদস্যের মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার চিওড়া কাজী বাড়ি প্রাঙ্গণে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
নিহতরা হলেন— কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) এবং তাদের তিন বছর বয়সী একমাত্র সন্তান কাজী ফায়াজ রিশান।
উত্তরার ওই অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের করুণ মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
এর আগে শুক্রবার রাতে ঢাকা থেকে মরদেহগুলো কুমিল্লা নগরীতে আনা হয়। নগরীর দারোগা বাড়ি মাজার প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে মরদেহগুলো নানুয়াদিঘীরপাড়ের পারিবারিক বাসভবনে রাখা হয়। পরে পার্শ্ববর্তী দারোগা বাড়ি জামে মসজিদে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে মরদেহগুলো চৌদ্দগ্রামের চিওড়া গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো কাজী বাড়ি প্রাঙ্গণ। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও স্থানীয়রা নিহতদের শেষবার এক নজর দেখার জন্য ভিড় করেন।
চিওড়া কাজী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় ব্যক্তিত্বসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে একসঙ্গে বাবা, মা ও শিশুকে দাফন করা হয়।
নিহত কাজী ফজলে রাব্বী ছিলেন কাজী খোরশেদুল আলম ও ফেরদৌস আরা বেগমের একমাত্র সন্তান। একমাত্র ছেলে, পুত্রবধূ ও আদরের নাতিকে একসঙ্গে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তারা। রাব্বীর মা ফেরদৌস আরা বেগম কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।