Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় অস্ত্র-গুলিসহ কিলার জাহিদ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫০ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫১

পাবনা: পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় দুটি অস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জাম।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডল (অর্থ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানর (ক্রাইম অ্যান্ড অপস) তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি টিম শুক্রবার পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার বজলুল হক রোডে নাজমুন্নাহারের বিল্ডিংয়ের ৪র্থ তলায় ভাড়াটিয়া হাসি খাতুনের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফ্ল্যাটের গেস্ট রুম থেকে পাবনা সদরের কাশিপুর পশ্চিমপাড়ার মৃত বাচ্চু সরদারের ছেলে জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এসময় একটি দুই নলা ওয়ান শুটার গান, একটি এক নলা ওয়ান শুটার গান, একটি ১২ বোর কার্তুজ, একটি ধারালো তলোয়ার, একটি ধারালো চাইনিজ কুড়াল, একটি ২২ বোর রিভলবারের রিভলভিং চেম্বার, তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুইটি লোহার স্প্রিং, একটি ইলেকট্রিক ড্রিল মেশিন ও একটি হ্যাকসো ব্লেড উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতার আসামি জাহিদের বিরুদ্ধে ২০১৬ সালের চাঞ্চল্যকর পাবনা হেমায়েতপুর শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা মামলা, হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলীর হাত কাটা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।

অভিযানে ডিবি পুলিশের উপপরিদর্শক (নি.) অসিত কুমার বসাক, এসআই (নি.) মো. আ. লতিফ, এসআই (নি.) বেনু রায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর