Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১৭:৩০

প্রতীকী ছবি।

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

নিহত মহসিন আলী জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ফলগাছা গ্রামের আহম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের উত্তর পাশের রাস্তায় পারাপারের সময় মহসিন আলী ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর