Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে কাঠবোঝাই ভ্যান উলটে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ২০:০৫

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে কাঠবোঝাই ভ্যান উলটে আব্দুল মিয়া (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার আবাদ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মিয়া বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বিকেলে আব্দুল মিয়া তার ভ্যানে চেরাই করা কাঠ নিয়ে হোসেন মার্কেট- ছিটমামুদপুর রাস্তা দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আবাদ বাজারের পূর্ব পাশে খানাখন্দ রাস্তায় তার ভ্যান উলটে যায়। এতে কাঠসহ ভ্যানের নিচে পড়ে সে ঘটনাস্থলেই মারা যান।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আতাউর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর