Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বহিষ্কৃত ১০ নেতাকে দলে ফেরাল বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ২১:১০

বগুড়া: বগুড়ায় ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নেতারা হলেন- নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি কামরুল হাসান জুয়েল, কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য জোবাইদুর রহমান সবুজ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান রঞ্জু, কাহালু উপজেলা বিএনপির নেতা আব্দুল মান্নান, জাহিদ হাসান জালাল, মাহবুবুর রহমান বাবু, কাহালু পৌর বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, গাবতলী পৌর বিএনপির সাবেক সদস্য আব্দুল করিম এবং গাবতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি সাজেদুল আলম রাসেল।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি এবং আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ওই ১০ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে বগুড়া শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে তারা জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশরাফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উদ-নবী সালাম, বিএনপি নেতা তৌহিদুল আলম মামুনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ জানান, ভবিষ্যতে তারা কখনও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার বিএনপি মনোনীত প্রার্থীর জন্য কাজ করবেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর