চাঁপাইনবাবগঞ্জ: সদর মডেল থানায় দায়ের করা ছিনতাইয়ের এক মামলায় ৩ জন আসামিকে গ্রেফতারসহ ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর রাতে ছিনতাইকারীদের নিজ বাড়ী থেকে আটক করা হয়।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরেরর আরামবাগ গ্রামের আক্তার আলী ছেলে মো. এনামুল হক-এনা (৪৬), মাঝপাড়া গ্রামের মৃত্যু কাওসার আলীর ছেলে মো. রুবেল (৩৮), শান্তির মোড় এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. আওয়াল (৪০)।
মামলার বাদী মো. রবিউল হক জানান, গত ১৪ জানুয়ারি ভোরে শহরের পিটিআই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অটোরিক্সাযোগে বাড়ি ফেরার সময় ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ব্যাংক কার্ডসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার পর সদর মডেল থানায় মামলা রুজু হলে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে ছিনতাইকৃত মোবাইল ফোন, অলংকার, পোশাক, বিভিন্ন ব্যাংকের চেকবই ও কার্ডসহ ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।