Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২ কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা এখন সময়ের দাবি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ২৩:৩০

বাপা রংপুর জেলা শাখা আয়োজিত ‘সংকটে তিস্তা নদী ও আর্থ-সামাজিক অভিঘাত’ শীর্ষক মতবিনিময়। ছবি: সংগৃহীত

রংপুর: তিস্তা নদীপাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবন ও জীবিকা এই নদীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সহ-সভাপতি স্থপতি ড. নজরুল ইসলাম বলেছেন, শুধু আশার বাণী নয়—তিস্তা মহাপরিকল্পনার প্রকৃত বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা চেম্বার মিলনায়তনে বাপা রংপুর জেলা শাখা আয়োজিত ‘সংকটে তিস্তা নদী ও আর্থ-সামাজিক অভিঘাত’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. নজরুল ইসলাম আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার তিস্তা পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। এরই মধ্যে তিস্তা নদী পরিদর্শন এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময়সহ প্রয়োজনীয় প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও পরিবেশবাদী সংগঠনও তিস্তা রক্ষায় সোচ্চার। আমরা আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবনরেখা। ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তি না হওয়ায় শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যায়, যা কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলে। বাপা ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনার দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে তিস্তা নদী পরিদর্শন এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে, যা আশার আলো দেখাচ্ছে।’

বাপা রংপুর জেলার আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা আখতার শিরিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)-এর সহ-সভাপতি ড. মো. খালেকুজ্জামান, বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ। সভাটি সঞ্চালনা করেন বাপা জেলা সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু।

সভার আগে বাপা নেতারা তিস্তা নদীর বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর