Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

ডি‌স্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ০০:১৩

পাবনা: জেলার ঈশ্বরদীতে জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি বের হয়ে পোস্ট অফিস মোড় অতিক্রম করে ঈশ্বরদী হাসপাতাল সড়ক ও সরকারি কলেজ সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী পুরাতন রিকশা স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীদের আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন নানা স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে একটি কুরুচিপূর্ণ তুলনা করেছেন, যা অনেকেই আপত্তিকর ও সম্মানহানিকর হিসেবে মনে করেছেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর