Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মাদকসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১২:৪১

মাদকসহ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।

আটক ব্যক্তির নাম আশরাফুল মৃধা (৪৬)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শান্তিপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর উপজেলার চিলমারীর ডাক্তারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশরাফুল মৃধার কাছ থেকে ২৫ পিস ভারতীয় ইয়াবা, একটি মোবাইল ফোন এবং নগদ ১৬০ টাকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জব্দকৃত মাদকদ্রব্য আটক আসামিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর