Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৬:৩৬

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজার, আরাফাত রহমান কোকোর নাম নিয়ে করা একটি পুরোনো বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। এই বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন এলাকার স্থানীয় নারীরা।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এলাকায় এই ঝাড়ু মিছিল করা হয়। মিছিল চলাকালে তারা জামায়াতে ইসলামি ও মুফতি আমীর হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এই বক্তব্য দেওয়ার জন্য তার বিচারের দাবি জানান।

ভাইরাল ভিডিওটি ছিল আমীর হামজার একটি ওয়াজ মাহফিলের ভিডিও। এই মাহফিলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে কুষ্টিয়া জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।