Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-১ আসন
বিএনপি প্রার্থী কাজী রফিকুলের মনোনয়ন বৈধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৮:১১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৮:৫০

বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

বগুড়া:  বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে দায়েরকৃত আপিল প্রত্যাহার হওয়ায় তিনি এই আসনে ধানের শীষের প্রার্থী হতে আর কোনো বাধা রইলো না।

রোববার (১৮ জানুয়ারি) তার প্রার্থিতার বিষয়ে আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনজীবী ব্যারিস্টার কাজল বলেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরেকজন আহসানুল তৈয়ব জাকির। তিনি কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে আপিল দায়ের করেছিলেন। একইসঙ্গে তিনি যে ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতেন ওই ব্যাংকও আপিল দায়ের করেছিল। নির্বাচন কমিশনের সামনে দলের নীতি-আদর্শ ও ঐক্যের স্বার্থে কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত ওই আপিলটি প্রত্যাহার করে নিয়েছেন জাকির।

বিজ্ঞাপন

এই ঘোষণার পর জাকিরকে ধন্যবাদ জানান কাজী রফিকুল ইসলাম। এক্ষেত্রে বগুড়া-১ আসনে দলের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত হলেন সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম।

তার বিরুদ্ধে আরও একটি আপিল ছিল ব্যাংকের। তারও শুনানি হয়েছে। ব্যাংক বলেছে, ইতিমধ্যে কাজী রফিকুল ইসলামের সঙ্গে ব্যাংকের দেনা-পাওনার বিষয়ে সমঝোতা হয়েছে। তিনি প্রয়োজনীয় ও চাহিদা মতো অর্থ জমা দিয়েছেন। এই পরিস্থিতিতে ব্যাংকও কাজী রফিকুল ইসলামের আপিল প্রত্যাহারের আবেদন করেছে।

এরআগে গত বছরের ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনিত হন সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। গত ২৮ ডিসেম্বর তিনি সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

প্রার্থিতা বৈধ হওয়ায় কাজী রফিকুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে এলাকার মানুষের সেবা করার যে সুযোগ দিয়েছেন। সারিয়াকান্দি ও সোনাতলার সর্বস্তরের মানুষ যারা এই সময়ে আমার পাশে ছিলেন এবং সাহস জুগিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর