Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৭:৪১

নাটোর: নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এস এম জার্জিস কাদির বাবুকে পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন এবং মহাসড়ক অবরোধ করেন জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় এনসিপির জেলা সদস্য সচিব এস এম জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তার মনোনয়ন বাতিল ও প্রার্থীতা পরিবর্তনের জোর দাবি জানান আন্দোলনকারীরা।

এসময় বক্তব্য দেন- গোলাম রাব্বানী, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিন প্রমুখ।

বিজ্ঞাপন

এর আগে, ১৬ জানুয়ারি মানববন্ধন ও ১৭ জানুয়ারি সংবাদ সম্মেলন করে প্রার্থী পরিবর্তনের দাবি জানায় জুলাই যোদ্ধা ও সচেতন নাগরিক সমাজ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর