রংপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, যারা ঋণ খেলাপী এবং রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিয়ে চলছেন, তারা যেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন। তিনি নির্বাচন কমিশন (ইসি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ইসি ভবনের সামনেই প্রার্থীদের মারধরের ঘটনা ঘটছে, অথচ কমিশনের কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না—এতে নির্বাচনি পরিবেশের চরম ব্যর্থতা স্পষ্ট।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আখতার হোসেন জুলাই বিপ্লবের অন্যতম নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রার্থিতা গণভোট ও সংস্কারমুখী রাজনীতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ভবনের সামনেই প্রার্থীদের মারধরের ঘটনা ঘটছে, অথচ সেখানে ইসির কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ঋণ খেলাপী ও ট্যাক্স ফাঁকিদাতাদের নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে হবে, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয়।
অনুষ্ঠানে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে কথা বলে আখতার হোসেন বলেন, ‘হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত না করে বড় ভাইকে চাকরি দেওয়ার বিষয়টি যথেষ্ট নয়। ওসমান হাদির পরিবারের পুনর্বাসনের উদ্যোগকে সাধুবাদ জানাই, তবে এটিই যেন শেষ দায়িত্ব না হয়। দেশের মানুষ প্রত্যাশা করে, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।’
গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা শুরু করে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তি। জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, ‘‘অনেকেই প্রকাশ্যে গণভোটে ‘নো’ ক্যাম্পেইন করছে, অথচ তারাই আবার ভিন্নভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষেও কথা বলছে। জুলাই আন্দোলনের সব শক্তি শেষ পর্যন্ত ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই থাকবে’’
জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, ‘‘বাংলাদেশের মানুষ চায় না একই ব্যক্তি ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকুক। তারা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক, সেটাও চায় না। পুরোনো আওয়ামী রাজনৈতিক ব্যবস্থা মানুষ আর গ্রহণ করতে প্রস্তুত নয় বলেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে দেশের জনগণ।”
অনুষ্ঠানে শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, জাতীয় ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফিসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।