সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের প্রতীক ধানের শীষ পেয়েছেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই করা একটি চিঠির মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে এই বিষয়টি জানানো হয়েছে বলে উল্লেখ রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের বিধি ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনের জন্য কামরুজ্জামান কামরুলকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। চিঠিটির অনুলিপি রোববার (১৮ জানুয়ারি) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কামরুজ্জামান কামরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিঠির সত্যতা নিশ্চিত করেন। পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এসময় তিনি সুনামগঞ্জ ১ আসনের মানুষের অধিকার ও উন্নয়নের কাজে সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন।