Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ০১:০৭

নীলফামারীতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নীলফামারী: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জবাবদিহিতামূলক প্রশাসন ও দায়বদ্ধ রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদের “হ্যাঁ” বলতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন, সেটা হচ্ছে গণভোট। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে বাঁক আছে, সেই বাঁকটাকে শাসকগোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময়।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসনের আয়োজনে সভার আগে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচন সামনে রেখে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যত বাধাই আসুক না কেন, জনগণকে ভোটকেন্দ্রে যেতে হবে। সরকার সব ধরনের বাধা মোকাবিলায় প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, সরকারের সবচেয়ে বড় শক্তি এ দেশের জনগণ ও ভোটাররা।

তিনি আরও বলেন, ছয়টি সংস্কার কমিশন সরাসরি ভোটাধিকার, ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। দীর্ঘ আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন শুধু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম হলো গণভোট। সঠিক তথ্য দিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করা গেলে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের সম্মানিত নাগরিক হিসেবে সবাই যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব নিশ্চয়তা দিতে চায়।

তিনি জানান, গণভোটে ১১ টি প্রশ্ন রয়েছে। প্রত্যেক প্রশ্নে আপনাদের চাওয়া, আপনাদের মনের কথার প্রতিফলন ঘটেছে। দেশের নিরপেক্ষ ও গুণী লোকদের মাধ্যমে গঠিত সংস্কার প্রস্তাবগুলো আপনাদের অধিকার নিশ্চিতের জন্য। তাই গণভোটে অংশ নেওয়া এবং সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেওয়া সকলের নৈতিক দায়িত্ব।

দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ টেনে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গত ৫৩ বছরে দেশের মানুষের একটি বড় অংশ সুশাসনের অভাব অনুভব করেছে। জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, নেতারা জবাবদিহি করেন না, প্রশাসনের কাছ থেকে ন্যায়বিচার পাওয়া যায় না এবং কঠোর পরিশ্রম করেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলে না।

মোহাম্মদ নায়িরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর, পরিচালক (স্থানীয় সরকার), রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী এই গণভোট প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর