ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ১২ জন প্রার্থী তাদের আবেদন জমা দিয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) নির্ধারিত সময় পর্যন্ত দুই আসনের সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা পড়ে। রাতে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
আসনভিত্তিক তথ্যা অনুযায়ী, পাবনা-১ আসনে সাত জন এবং পাবনা-২ আসনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে পাবনা-১ (সাঁথিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট সাত জন। তারা হলেন বিএনপির মো. শামসুর রহমান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল গণি। এ ছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খয়রুন নাহার খানম, অধ্যাপক আবু সাইয়িদ, মো. মাসুদুল হক ও মো. তাজুল ইসলাম।
এছাড়া পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে পাঁচ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির এ কে এম সেলিম রেজা হাবিব, জামায়াতে ইসলামীর মো. হেসাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আফজাল হোসেন খান কাশেমী, জাতীয় পার্টির মো. মেহেদী হাসান রুবেল এবং গণফোরামের সেখ নাছির উদ্দিন।
উল্লেখ্য, সীমানা নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে এই দুটি আসনে আগের নির্বাচনি কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে গত ১৬ জানুয়ারি নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিল অনুযায়ী আজ ১৮ জানুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী
মনোনয়নপত্র বাছাই: ১৯ জানুয়ারি
আপিল দায়ের: ২০ থেকে ২৪ জানুয়ারি
আপিল নিষ্পত্তি: ২৫ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহার: ২৬ জানুয়ারি
প্রতীক বরাদ্দ: ২৭ জানুয়ারি
নির্বাচন: ১২ ফেব্রুয়ারি