বগুড়া: ধুনট উপজেলায় হ্যাঁ ভোটের প্রচারণা চালাতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের সাত নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আইয়ুব আলী (৫০), মাসুদ রানা (৪৯), জিয়াউর রহমান (৪৫), জিয়াউর রহমান ঠান্ডু (৪৩), আবু বক্কার (৪৮), সামিউল (৩০), রবিউল ইসলাম (৪৩)।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এসময় স্থানীয় বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী হ্যাঁ ভোট প্রচারণা বন্ধ করতে বলেন। উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায় বিএনপি নেতাকর্মীরা জামায়াত নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে জামায়াতের সাতজন কর্মী আহত হন।
উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী জানান, নির্বাচনের প্রচারণা নিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। তাদের ওপর হামলা চালানো কিংবা মারপিটে আহত করার অভিযোগ সঠিক নয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, নির্বাচনের প্রচারণা নিয়ে দুই দলের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।