পিরোজপুর: পিরোজপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে গ্রেফতার করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ জানুয়ারি) রাতে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পিরোজপুর সদর এস. এম. আল আমীনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, পিরোজপুর জেলা শাখার পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম অংশ নেয়।
অভিযানকালে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— মো. মাহমুদুল ইসলাম রাফি (১৮), মুরাদ শেখ (১৮) এবং প্রদীপ নাথ (১৮)।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি পৃথক মামলায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।