টাঙ্গাইল: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান বলেছেন, গণভোট প্রচারণার দায়িত্ব সরকারের একার নয়। সব রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোট প্রচারণায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সব সদস্য দেশের প্রতিটি জেলা ও বিভাগে গণভোটের প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী ২২ জানুয়ারির পর থেকে গণভোটের প্রচারণা গ্রাম পর্যায়ে পৌঁছে যাবে। এ নির্বাচন আগের যে কোনো নির্বাচনের মতো নয়। এ নির্বাচন জাতি হিসেবে নির্দেশনা দেবে এবং একটি নতুন পথের সন্ধান দেবে।
এ সময় তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো দল নাই, কোনো প্রার্থী নাই। সুতরাং সবাই আমাদের প্রার্থী। একটি উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কারো পরামর্শে, নির্দেশনায় ও ইছায় ভোট দেবেন না। নিজের ইচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আশা করছি, এর ফলে আমরা একটি প্রতিনিধিত্বশীল সরকার পাব। যারা জনগণের প্রভু না হয়ে, জনগণের প্রতিনিধি ও খাদেম হবেন।
উপদেষ্টা আরো বলেন, আমরা দেশে আর গুম-খুন চাই না। এক ব্যক্তির শাসন থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা চাই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার। আর যদি মনে করেন আগেরটাই ঠিক ছিল, গুম, খুন ঠিক ছিল, বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না। সেটাই ভালো ছিল, তাহলে ” না” ভোট দেবেন। আর যদি সংস্কার চান, পরিবর্তন চান, আপনি যদি বিচার ব্যবস্থা ভালো দেখতে চান, তাহলে অবশ্যই “হা” ভোট দেবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জেলার সব অধিদফতরের কর্মকর্তারা, সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।