Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদই ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধের ভিত্তি, তাই গণভোট: ফরিদা আখতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৬:৩০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৭:২১

পিরোজপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান না ঘটে, সেই লক্ষ্যেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই সনদ হবে ভবিষ্যৎ ফ্যাসিবাদ প্রতিরোধের মূল ভিত্তি।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, গণভোটে কিছু মৌলিক বিষয় প্যাকেজ আকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। জনগণ এসব বিষয়ে একমত হলে ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর একমত না হলে ‘না’ ভোট দেবেন। তিনি বলেন, আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলতে এসেছি, কারণ এ নিয়ে জনগণের মধ্যে কিছু ভুল ধারণা থাকতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচন শেষে যে সরকার গঠিত হবে, তাদের ওপরও কিছু দায়িত্ব বর্তাবে। অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার আগে সেই দায়িত্বগুলো জনগণের মতামতের মাধ্যমে স্পষ্ট করে দিয়ে যেতে চায় সরকার। এটাই এই গণভোটের অন্যতম উদ্দেশ্য।

উপদেষ্টা বলেন, আমরা এখানে আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। কোনো আইন লঙ্ঘন করা হয়নি। মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে জনগণের কাছে স্পষ্ট করা যায়—এই সরকার শুধু একটি নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং ভবিষ্যতে দেশ কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে জনগণের রায় নিতে চায়।

তিনি জোর দিয়ে বলেন, এই গণভোটের মূল লক্ষ্যই হলো- ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদী শাসনের জন্ম না হয়।

জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক পরিক্ষিৎ চৌধুরী।

সমাবেশে জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর