Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটে ‘হ্যাঁ’ ভোট না দিলে স্বৈরাচার ফিরে আসবে: উপদেষ্টা রিজওয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৯:১৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৫২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রংপুর: গণভোটে ‘হ্যাঁ’ ভোট না দিলে স্বৈরাচার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে রংপুরে দুই দিনের সফরের অংশ হিসেবে ভোটের গাড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালিতেও অংশ নেন উপদেষ্টা। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘শাসকগোষ্ঠী যেন কোনো কিছুর তোয়াক্কা না করে—এমন পরিস্থিতির পরিবর্তন ঘটাতে গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘‘জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব, পাশাপাশি স্বাধীন বিচার ও নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে সংস্কার জরুরি। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”

তিনি আরও বলেন, ‘সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও ভোটার—সবাই প্রস্তুত। বহু বছর পর সুষ্ঠু ভোটের সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতিবিদরাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন। যখন সব মেজর স্টেকহোল্ডার প্রস্তুত, তখন দেশ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

বিজ্ঞাপন

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫

আরো

সম্পর্কিত খবর