Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরিণ ধরার ফাঁদ পাতা অবস্থায় ৩ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৩৬

সাতক্ষীরা: সাতক্ষীরা সুন্দরবনে ফুট পেট্রলিং এর সময় হরিণ ধরার ছিটকে ও মালা ফাঁদ পাতা অবস্থায় ৩ চোরাকারবারিকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১৯ জানুয়ারি) কোবাদক স্টেশনের সন্ন্যাসীর খাল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত কাঁকড়া ধরার নিষিদ্ধ আটন, একটি ডিঙ্গি নৌকা ও অন্যান্য মালামাল আটক করা হয়।

আটকরা হলেন- কয়রার গোলখালী গ্রামের গনি মোড়লের ছেলে এনামুল, একই গ্রামের আলাউদ্দিন ঢালীর ছেলে মেহেদী হাসান এবং একই গ্রামের গনি মোড়লের ছেলে আনারুল ইসলাম।

বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান, ফরেস্টার কামাল হোসেন সংরক্ষিত সুন্দরবনের অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে হরিণ শিকারীদের আটক করা হয় সঙ্গে হরিণ শিকার করার উদ্দেশ্যে পাতা দড়ির তৈরি ফাঁদগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বলেন, কাকড়া ধরার নিষিদ্ধ সময়ে সংরক্ষিত সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে ফাঁদ পাতার অপরাধে বনআইনে মামলা দিয়ে আসামিদের কয়রা বন আদালতে পাঠারো হয়েছে।

বিজ্ঞাপন

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫

আরো

সম্পর্কিত খবর