সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান ফটকে আসার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা সেখানে শাকসু নির্বাচনের স্থগিতের প্রতিবাদে ও মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোটের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন।
শাবির প্রধান ফটকে অধ্যাপক আশরাফ উদ্দিনকে দেখা মাত্রই আন্দোলনরত শিক্ষার্থীরা ‘ভুয়া-ভুয়া, ‘দালাল দালাল, বলে স্লোগান দিয়ে তার পিছনে ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে কয়েকজন শিক্ষার্থী তাকে ব্যারিকেড দিয়ে উদ্ধার করে নিরাপদে বাসায় পৌঁছে দিয়ে আসেন।
শিক্ষার্থীদের এমন আচরণের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তাদের যত ক্ষোভ থাক, কষ্ট থাক, আমার ক্ষতি হতে পারে, আমার মৃত্যু হতে পারে, আমি এ নিয়ে মোটেই চিন্তিত না। তারা সবকিছু করতে পারে। তবে এটা করতে পারে না। ফরিদ উদ্দিনের (সাবেক ভিসি) আমলে আমি আশরাফ উদ্দিন একমাত্র ব্যক্তি ছিলাম, যে ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে ছিলাম। ওদের যদি কিছু বলার থাকে, ওরা আমার কাছে আসুক, অফিসে আসুক। কিন্তু শিক্ষকদের সঙ্গে এটা করতে পারে না। তাদের এত সাহস কেন?’

এর আগে শাকসু নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থী আটজন শিক্ষক পদত্যাগ করেছেন। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, তারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন না।
এদিকে, শাকসু নির্বাচন স্থগিতের জন্য হাইকোর্টে রিটকারী স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল।