রংপুর: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন হাইকোর্টের নির্দেশে স্থগিত হওয়ার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হওয়া এই মিছিলে শিক্ষার্থীরা ‘হারার ভয়ে খেলে না, সে কথা তো বলে ন’, ‘সব ক্যাম্পাসে সংসদ দিতে হবে’, ‘নয় দফার এক দাবি—সব ক্যাম্পাসে সংসদ’- ইত্যাদি স্লোগান দিয়ে ক্যাম্পাসকে মুখরিত করে তোলেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের পেশিশক্তি ও প্রশাসনের নীরবতার কারণে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তারা ব্রাকসু নির্বাচনের বারবার স্থগিত হওয়ার ঘটনাকেও একই ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমেদুল হক আলবির বলেন, ‘নতুন করে একটি দল জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিবাদ কায়েমের লক্ষ্যে ব্রাকসু ও শাকসু নির্বাচন বানচাল করছে। ছাত্রদলের পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনও ব্রাকসু নির্বাচনের অন্যতম প্রধান বাধা।’
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, ‘পেশিশক্তি ব্যবহার করে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। অনতিবিলম্বে ব্রাকসু ও শাকসু নির্বাচন দিতে হবে, অন্যথায় ছাত্রজনতা আবার আগের রূপে ফিরে আসবে।’
উল্লেখ্য, সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। এই নির্দেশনার পরই বেরোবি শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। বিক্ষোভ মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়।
বেরোবিতে ব্রাকসু নির্বাচন ইতিমধ্যে পাঁচবার তফসিল পরিবর্তনের পর জাতীয় নির্বাচনের কারণে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রয়েছে। শিক্ষার্থীরা এই ঘটনাগুলোকে একই ধারাবাহিকতার অংশ বলে মনে করছেন। বিক্ষোভকারীরা সতর্ক করে দিয়ে বলেছেন, সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বর্তমানে বেরোবি ক্যাম্পাসে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।