Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বগুড়া প্রেসক্লাবের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ০৯:৫৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১০:০১

সমাধিতে বগুড়া প্রেসক্লাবের শ্রদ্ধা

বগুড়া: বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে তার এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বগুড়া প্রেসক্লাবের নেতারা।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকায় জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক করতোয়ার, সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সভাপতি রেজাউল হক রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, মীর সাজ্জাদ, আলী সন্তোষ, মীর্জা সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক রেজাউল হক বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক আবদুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, নির্বাহী সদস্য মহসীন আলি রাজু, জহুরুল ইসলাম, শামীম আহমেদ, হারুন উর রশীদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর