Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে পাবনায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৪:৩৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৪:৪২

পাবনায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

পাবনা: গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে পাবনায় জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক হোসাইন আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সদর সার্কেল শরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন ইমাম গণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।

এছাড়া শান্তিপূর্ণ ও অবাধ নিরপেক্ষ ভোট হওয়ার ব্যক্তিই উঠে আসে এই সম্মেলনে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর