Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৪:৩৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৬:২৭

প্রতীকী ছবি।

বরিশাল: ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড় থেকে নিলুফা ইয়াসমিন (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ৬টার দিকে পৌরসভার খেয়াঘাট সংলগ্ন নতুন চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিলুফা ইয়াসমিন একই এলাকার মৃত শুক্কুর হাওলাদারের স্ত্রী। তিনি দুই ছেলে ও তিন মেয়ের মা। ছেলে ইলিয়াস হাওলাদারকে নিয়ে তিনি নতুন চর এলাকায় থাকতেন। বাকি সন্তানেরা খুলনার মোংলাসহ বিভিন্ন এলাকায় বসবাস করেন।

‎স্থানীয়রা জানায়, নিলুফা ইয়াসমিন সোমবার রাত ১০টার দিকে নিজ বাসা থেকে নিখোঁজ হন। ইলিয়াস দোকান বন্ধ করে বাড়ি ফিরে দেখেন, তার মা সেখানে নেই। খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে লোকজন সুগন্ধা নদীর আশপাশে রাতভর খোঁজ করেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৬টার দিকে স্থানীয় দুই নারী নদীর পাড়ে থালাবাসন ধোয়ার কাজে যান। তারা সেখানে নিলুফাকে পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

‎নিলুফার ছেলে ইলিয়াস হাওলাদার অভিযোগ করে বলেন, ‘আমার মাকে দুর্বৃত্তরা হত্যা করেছে। তার কানে থাকা সোনার দুল ও নাকের ফুল নিয়ে গেছে তারা। নাকের ফুল ছিঁড়ে নেওয়ার কারণে মায়ের নাক রক্তাক্ত ছিল। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই।’

‎ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে মরদেহের সুরাতহাল করেছি। নারীর মৃত্যুটি রহস্যজনক, নাকের সোনার ফুল ছিঁড়ে নেওয়ার কারণে তার নাক রক্তাক্ত ছিল।’

‎তিনি আরও বলেন, ‘মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর