গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মতিয়ার রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মতিয়ার রহমান উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের দছিজল হকের ছেলে।
স্থানীয়রা জানান, মতিয়ার নিজ বাড়িতে নলকূপে হাত-মুখ ধোয়ার জন্য প্রস্তুতি নিলে তিনি বিদ্যুতায়িত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।