Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকলেও গণভোটে আমরা নিরপেক্ষ নই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ২০:১১ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২১:৫১

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: সংগৃহীত

নওগাঁ: অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার সম্পূর্ণ দল নিরপেক্ষ থাকবে; তবে গণভোটের ক্ষেত্রে সরকার নিরপেক্ষ না। কারণ, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশ পাওয়া জনগণের আকাঙ্ক্ষাকে গণমানুষের সমর্থনের মাধ্যমে আইনগত স্বীকৃতি দিতে সরকার চায়। সে কারণে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার অবস্থান নিয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সরকার হিসেবে আমাদের ভূমিকা সীমিত-নির্বাচন কমিশনকে সহায়তা করা ছাড়া ভিন্ন কোনো দায়িত্ব নেই। কিন্তু গণভোট ভিন্ন বিষয়। জুলাই গণঅভ্যুত্থান জনগণের আন্দোলনের ফসল। সেই আন্দোলনের আকাঙ্ক্ষা জনগণের মাধ্যমেই সমর্থিত ও বৈধতা পাওয়া জরুরি। সে কারণেই আমরা এখানে একটি পক্ষ এবং চাই ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হোক।’

সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জবাবে অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, এই সরকার একটি বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণ করেছে। ‘২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান থেকেই এই সরকারের জন্ম। সেই আন্দোলনের যে বৈষম্যহীন বাংলাদেশ ও ভোটাধিকারের দাবি ছিল, তা বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব,’ বলেন তিনি।

তিনি জানান, সংস্কারের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে একাধিক আইন অধ্যাদেশ আকারে জারি করেছে। তবে এসব আইন পরবর্তী জাতীয় সংসদে পাস না হলে সেগুলো কার্যকর থাকবে না। একইভাবে সংবিধান সংস্কারের ক্ষেত্রেও জনগণের সম্মতি প্রয়োজন, যা নির্বাচিত সংসদের দায়িত্বে পড়বে। এ কারণেই গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি সমর্থন আদায় জরুরি বলে মনে করে সরকার।

উপদেষ্টা আরও বলেন, অতীতে বিভিন্ন গণআন্দোলনের সময় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালেও পরবর্তী সরকারগুলো সে অঙ্গীকার বাস্তবায়ন করেনি। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে সরকার চায়, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো যেন গণভোটের মাধ্যমে জনগণের রায় পায়। এতে ভবিষ্যতে নির্বাচিত সরকারগুলো এসব সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে।

নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে তা প্রভাবিত করা যাবে না। প্রশাসনকে সর্বদা সতর্ক থাকতে হবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোহাম্মদ তারিকুল ইসলাম-সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

২১৫ আসনে নির্বাচন করবে জামায়াত
২০ জানুয়ারি ২০২৬ ২১:৩৫

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল ২ নারীর
২০ জানুয়ারি ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর