রাজবাড়ী: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রশাসনে কোনো রাজনৈতিক দলের লোক থাকবে না। প্রশাসনে থাকবে কেবল প্রজাতন্ত্রের কর্মচারী, যারা সাধারণ মানুষের সেবা দিবে। তারা কোনো দলের নয়, বরং জনগণের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের ক্যারাভান উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। এমনকি ৩৮ বছর বয়সী নাগরিকও আছেন, যিনি গত ১৬ বছরে একবারও ভোট দিতে পারেননি। পতিত সরকারের লোকজন ফিসফিস করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে ১২ তারিখে ভোট হবে কি না। কেন ভোট হবে না? সরকার প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত, রাজনৈতিক দলগুলো প্রস্তুত এবং ভোটাররাও প্রস্তুত। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ১৬ বছর ধরে পতিত স্বৈরাচার ক্ষমতায় ছিল। তাদের লোকজন এখনো বাতাসে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু এবার আর সেই সুযোগ নেই।
তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে সকলে কোন না কোন রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী। জাতীয় নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের এলাকার জন্য, দেশের জন্য ভালো এমন নেতা নির্বাচন করবেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দিবেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সকল রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে। আমি সবার প্রতি উদাত্ত আহবান জানায়, আপনারা গণভোটে অংশগ্রহণ করবেন। দেশকে ইতিবাচকভাবে পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি সম্মান রেখে গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকে ভোট দিন।
গণভোটের ক্যারাভান উদ্বোধনে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি গণভোটের প্রচারণা বিষয়ক একটি র্যালিতে অংশ নেন। এরপর শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভাতে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বক্তব্য দেন। এছাড়া জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে আব্দুল্লাহ আল মামুন বক্তব্য দেন।