খুলনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে ৫ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে খেলাফত মজলিসের ৪ জন এবং জামায়াতের ১ জন।
প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন- খুলনা-১ আসনে খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, খুলনা-২ আসনের শহিদুল ইসলাম, খুলনা-৩ আসনের এফ এম হারুনুর রশীদ, খুলনা-৪ আসনে জামায়াতের প্রার্থী মো. কবিরুল ইসলাম ও খুলনা-৫ আসনের আবদুল কাইউম জমাদ্দার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, বর্তমানে খুলনার ৬টি আসনে বৈধ প্রার্থী রয়েছেন ৩৮ জন।