Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৭:৫৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৮:১৬

রুমিন ফারহানাকে নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৪৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন কাঙ্ক্ষিত হাঁস প্রতীক ।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দাখিল করা প্রার্থীদের মধ্যে ১৩ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে সব মিলিয়ে বৈধ চূড়ান্ত প্রার্থী দাঁড়িয়েছে ৪৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন।

বিজ্ঞাপন

কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তারা আমাকে দেখলেই ছোট ছোট বাচ্চারা চিৎকার করে বলে—আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। তাই এই মার্কাটা আমার নয়, এটা আমার ভোটারদের মার্কা।’

নিজের পালিত হাঁস চুরির ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার হাঁসগুলো চুরি হওয়ার পর আমি চোরকে ছেড়ে দিইনি। আমি মামলা করেছি, জেলেও পাঠিয়েছি। তাই কেউ যদি আমার এই হাঁস প্রতীক চুরি করার চিন্তাও করে, তার বিরুদ্ধেও আমি যথাযথ ব্যবস্থা নেব।’

রুমিন ফারহানা আরও বলেন, ‘আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তারা যেভাবে চাইবেন, যেভাবে বলবেন, ঠিক সেভাবেই আমি এই আসনের উন্নয়ন করব।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বর্তমানে সরাইল, আশুগঞ্জ উপজেলার পুরোটা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন খেজুরগাছ প্রতীক। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে সরাইল-আশুগঞ্জ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা আশরাফ মাহাদি পেয়েছেন শাপলা কলি প্রতীক। তার প্রতি সমর্থন জানিয়ে বুধবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন। এতে করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দশ দলীয় জোটের প্রার্থী মাওলানা আশরাফ মাহাদির অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে বর্তমানে ছয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনি প্রচার আরও গতি পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা
২১ জানুয়ারি ২০২৬ ১৭:৫৮

আরো

সম্পর্কিত খবর