Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে রমেক হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৯:৩৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২০:২৪

ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ।

রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি (ধর্মঘট) শুরু করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে তারা কাজে যোগ না দিয়ে ধর্মঘট পালন করছেন, যা এখনো অব্যাহত রয়েছে।

দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এতে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং হাসপাতালে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মীর মিরাজ বলেন, ‘মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে অপারেশন থিয়েটারে সার্জারি চলাকালীন মিড লেভেল চিকিৎসক, রেসিডেন্ট ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজনরা অন্যায়ভাবে হামলা চালায়। এতে অপারেশন থিয়েটারের কার্যক্রম বিঘ্নিত হয় এবং চিকিৎসকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘হামলাকারীদের উপযুক্ত শাস্তি ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’

মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসক সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নাঈম শাহরিয়ারসহ অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, হাসপাতালে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘন ঘন ঘটছে।

জানা গেছে, রংপুর মেডিকেলে এই ধর্মঘট রোগীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। জরুরি বিভাগ ছাড়া অন্যান্য ওয়ার্ডে সেবা প্রায় বন্ধ রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা অব্যাহত রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না।

বিজ্ঞাপন

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
২১ জানুয়ারি ২০২৬ ২০:২২

আরো

সম্পর্কিত খবর