পাবনা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার এডওয়ার্ড কলেজের সামনে থেকে পাবনা জেলা ছাত্রশিবিরের শহর ও জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা।
সভায় বক্তারা বলেন, ‘একটি মহল শাকসু নির্বাচন স্থগিত করে ছাত্র সমাজে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ অনতিবিলম্বে শাকসু বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় জেলা ছাত্রশিবিরের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।